Saturday, 23 May 2015

নাস্তিকতা মানেই ধর্মবিরোধিতা না।

নাস্তিকতা মানে ধর্মবিরোধিতা নয়, আমি মনে করি নাস্তিকতা মানে হচ্ছে ধর্মের মানব কল্যানমুলক কর্মকান্ডগুলো স্বীকার করে নিয়ে তার ভুলভ্রান্তিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে মানুষদের সচেতন করা, আর এতেই নিহিত আছে নাস্তিকতার সার্থকতা।
অর্থাৎ, কোনো জায়গায় যদি গোবরে পদ্মফুল জন্মাতে দেখি তাহলে আমরা সেই পদ্মফুলটাকে গ্রহন করব, শুধুমাত্র গোবরটাকেই বর্জন করব। লতিফ সিদ্দিকী বাস্তব জীবনে নাস্তিক না আস্তিক সে কথা আমি ঠিক জানি না, তবুও আমি বলব যে মানুষকে সচেতন করার লক্ষ্যে সেই কাজটিই করতে গিয়ে তিনি কি খুব অন্যায় করেছেন ?

অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের এই দেশে ধর্মের সাথে সাংঘর্ষিক কথা বলে তিনি অন্যায়ই করেছেন! তাহলে আমি বলব যে যিশুখ্রিষ্ট, মুহাম্মদ (সা:) সহ অন্যান্য ধর্মপ্রচারকগণও কি অন্যায়কারী ছিলেন না ?

তারাওতো ধর্মপ্রচার করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষদের জন্য প্রচলিত কোনোও না কোনো ধর্মবিশ্বাসে আঘাত করেছিলেন! এবিষয়ে জর্জ বার্নার্ড শ যথার্তই বলেছিলেন, " সমস্ত চিরসত্য কথাগুলোই ধর্মবিরোধী হিসেবে আত্মপ্রকাশ করে"।

No comments:

Post a Comment