আল্লাহর শেষ ধর্মইসলাম। ইসলাম আল্লাহর শেষধর্ম, কে বলেছে?- কোরান। কোরান কারমাধ্যমে এসেছে?- মুহাম্মদ। তাহলে এই বাণী সত্যি,তার প্রমান কী?- কোরান আছে। মুহাম্মদ কখন থেকে ধর্মপ্রচার করতে শুরু করল?- ৪০ বছর বয়সে। এত দেরীতে কেন?- কারণ তখন কিতাবনাজিল হয়েছে। কোরান নাজিলের প্রমানকী?- মুহাম্মদ বলেছে। মুহাম্মদের কথারপ্রমানকী?- কোরানে লিখা আছে। কিতাব কি আকাশথেকে পড়েছে?- না, জিব্রাইলএসে ওহী দিত। জিব্রাইল কে?- ফেরেস্তা, আল্লাহর খাসবান্দা। জিব্রাইলদেখতে কী রকম?- ৬০০ ডানা যুক্ত। কে দেখেছে?- মুহাম্মদ। আর কে দেখেছে?- কেউ না। কেন দেখেনি?-
ব্লা ব্লা ব্লা ব্লা উনি যে আসতো তারপ্রমান কী?- মুহাম্মদ বলেছে,কোরানে লিখা আছে। কোরান কারমাধ্যমে এসেছে?- মুহাম্মদ মুহাম্মদযে মিথ্যে বলেনি, তারপ্রমান কী?- কোরানে লিখা আছে মুহাম্মদ কীভাবেধর্মপ্রচার করেছে?- তিনি হলেন শান্তিরপ্রতীক,তিনি সুশৃঙ্খলভাবে ধর্মপ্রচার করতেন। তাহলে তিনি যুদ্ধ,সংঘর্ষইত্যাদি ঘৃণা করতেন?-হ্যাঁ, তবে কাফেদের যুদ্ধকরে হত্যা করতেন। কাফের কী?- যে আল্লাহ অবিশ্বাসকরে। তাহলে তারা কিসে বিশ্বাসকরে?- অন্য ধর্মে। তারা অন্যধর্মে বিশ্বাস করে কেন?- সে ধর্মেও কিতাবআছে এবং ঈশ্বর আছে,তারা ঐ ধর্ম সত্য মানে।
তাহলে সমস্যাকী?- ইসলাম হল সর্বশ্রেষ্ঠধর্ম, তাই তাদের ইসলামগ্রহণ করতে হবে। কে বলেছে?- কোরানে লিখা আছে। কোরান কার লিখা।- আল্লাহ। কোরান কে এনেছে?- মুহাম্মদ। কীভাবে এনেছে?- ৪০ বছর বয়সথেকে ওহী এসেছে। ওহী কে এনেছে?- জিব্রাইল? জিব্রাইল কে কে দেখছে?- শুধুই মুহাম্মদ। মুহাম্মদ কত বার যুদ্ধকরেছে?- ২৩ বছরনবী থাকা কালে ৬০বারের বেশী। কত কাফের হত্যা করেছে?-অনেক! একযুদ্ধে হাজারেরকাছকাছিও থাকত, আবারতার বেশী, তার কমওহতে পারে। অন্য ধর্ম পালনকরলে সমস্যা কী?- কারণ সাবাই আল্লাহরসৃষ্টি। তার প্রমাণ কি?- কোরানে লেখা আছে। কে লিখেছে?- আল্লাহ। আল্লাহ কে?- মহাবিশ্বেরসৃষ্টিকর্তা। তিনি সৃষ্টি করতে হলেনকীভাবে ?- নিজে নিজে। কেন?- কারণ তাঁরসৃষ্টি কর্তা নেই। নেই কেন ?-ব্লা ব্লা ব্লা ব্লা মুহাম্মদ কী ধরনেরমানুষ ছিলেন?- তিনি ছিলেনসর্বশ্রেষ্ঠ মহাপুরুষ। কে বলেছে?- কোরানে আছে। কোরান কে এনেছে?-মুহাম্মদ। মুহাম্মদ কি সংসারকরেছেন? নাকি কিতাবদিয়ে চলে গেছেন?-হাঁ, সংসার করেছেন।উনার ১৩ টি বিবি ছিল। এত বেশী কেন?তিনি ছিলেন দরদী, তাইবিধবা বিয়ে করতেন,তাছাড়া আল্লাহ বলেছে। আল্লাহ কোথায়বলেছে?- ওহী দিয়ে, কোরানে। ওহী কে আনত?- জিব্রাইলভ জিব্রাইলকে কে দেখেছে?- শুধুই মুহাম্মদ। উনি প্রথম বিয়ে কখনকরেছেন ?- ২৫ বছর বয়সে ৪৭ বছরেরখাদিজাকে। এরপর?- খাদিজা মারা যাওয়ারপর বাকি ১২টা বিয়ে করেন। খাদিজা বেচে থাকতেএকটাওকরলেন না কেন?-আল্লাহ বলেনি। আল্লাহ কোথায় বলতেন?- কোরানে। কোরান কারমাধ্যমে এসেছে?- মুহাম্মদ।
মুহাম্মদ যে নিজেরস্বার্থে খাদিজাকে বিয়ে করেনি,তার প্রমান কী?- মুহাম্মদ আল্লাহপ্রেরিত মহাপুরুষ, এমনকরতে পারে না। তাঁকে আল্লাহপাঠিয়েছে, তার প্রমানকী?- কোরানে লিখা আছে। তিনি কি সববিধবা বিয়ে করেছেন?- না, ৬ বছরেরআয়েশাকে করেছেন,আবার নিজের পুত্রেরস্ত্রীকেও করেছেন। এত ছোট মেয়েকেকেনবিয়ে করেছেন?- আল্লাহর আদেশ ছিল। আল্লাহ কোথায়আদেশদিলেন?- কোরানে। কোরান কে এনেছিল?- মুহাম্মদ। মুহাম্মদযে মিথ্যে বলেনি, তারপ্রমান কী?- কোরানে লেখা আছে। তিনি এতগুলোবিয়ে করলেনকেন?- কারণ দৃষ্টান্তরেখেছেন,বিধবা বিয়ে করে। তিন-চারজনবিয়ে করে তো দৃষ্টান্তরাখা যেত, এত বেশী কেন?এতে কি তাঁর কামপ্রবণতা প্রকাশ পায় ন?,- না, পায় না। কেন?- কারণ তাঁকে আল্লাহবলেছে। কোথায় বলেছে?- কোরানে। কোরান কে এনেছে?- মুহাম্মদ। কীভাবে?- তাঁর ওপর ওহী আসতজিব্রাইলের মাধ্যমে। জিব্রাইলকে তোকেঊদেখত না, শুধু মুহাম্মদদেখত। তাহলে তাঁরকথা সত্যি, তার প্রমানকী?- কোরানে লেখা আছে। এখন আরনবী আসে না কেন?- কারণ মুহাম্মদ শেষনবী।
তিনি যে শেষনবী কিংবা তাঁরআগে নবী এসেছে, প্রমাণকী?- কোরানে লেখা আছে। কোরান কিবৈজ্ঞানিক?- হ্যাঁ। কী ধরনের?- কোরানে সব বৈজ্ঞানিকতত্ত্ব আছে। তাহলে সব ইসলামেরঅনুসারীরা সবাইবুঝি বিজ্ঞানী?- না। কয়েক জনইসলামী বিজ্ঞানীর নামবলুন?- আরবের বিখ্যাতইসলামী বিজ্ঞানী ইবনআল হাইথাম। তিনি তো কাফেরহিসাবে শত বছরপরিচিত ছিলেন।পৃথিবীকে কোরানেরবিপরীতে বলেছিলেনঅর্থাৎ সমতল নয় গোলাকার।- না, আসলে তখন ভুলহয়েছিল।তিনি আসলে ইসলামী বিজ্ঞানী ছিলেন।আর কয়েক জন?- ইবনে সিনা। তিনিও তো তখনকারদিনে কাফেরনামে পরিচিত ছিলেন।- না, আসলে তখনও ভুলহয়েছিল। - কোরান কি জীব বিজ্ঞান,জিবাশ্মবিজ্ঞান,প্রজনণতত্ব কতৃক স্বীকৃতবিবর্তনতত্ত্ব গ্রহণকরে?- না। তাহলে কোরানে কোথায়সকল বৈজ্ঞানিক তত্ত্বআছে?- মুহাম্মদ বলেছে, কোরানসর্বকালের শ্রেষ্ঠবিজ্ঞান বই। এতে কী প্রমাণিত হয়কীভাবে?- কারণ মুহাম্মদ বলেছে। মুহাম্মদের কথারভিত্তি কী?- তিনি আল্লাহর রসূল। তার প্রমাণ কী?- কোরান। কোরান কে এনেছে?- মুহাম্মদ। ... ইহাকে সহি ত্যানাপ্যাঁচানি বলা হয় !!!!
No comments:
Post a Comment